রোববার সন্ধ্যা সাতটায় শেখ রাসেল স্টেডিয়ামে ঝালকাঠি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে আকলিমা মোয়াজ্জেম ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন ১৪ দলের মুখপাত্র ও ঝালকাঠি নলছিটি ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানের শুরুতে ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী বলিং করে বিপরিতে জেলা আওয়ামী লগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ব্যটিং করে। এরপর এখনো ফুরিয়ে যায়নি এবং এসএম মটরস দুটি গ্রুপ খেলোয়াররা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন সুরুজ সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, নুরুল আমিন সুরুজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান শফিক ও সাধারণ সম্পাদক এসএম আল-আমিনসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]