আজহারুল ইসলাম সাদী,সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে করোনা ভাইরাস মোকাবেলায়, মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাস্ক পরিধান না করায়, মূল্য তালিকা না থাকা এবং মেয়াদ উত্তির্ন পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় সর্বমোট ৬ টি মামলায় ৮৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) উক্ত|ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]