নিজস্ব প্রতিবেদকঃ
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আনন্দযাত্রা নামে এক অনুষ্ঠান করেছেন ঢাকায় কর্মরত দক্ষিণবঙ্গের সাংবাদিক সমাজ।
ডিইউজের সহ-সভাপতি এমএ কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক, আজিজুল ইসলাম ভূঁইয়া, লায়েকুজ্জামান ও হেমায়েত হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক, আছাদুজ্জামান, সাংবাদিক নেতা মানিক লাল ঘোষ, ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এস এম বাবুল হোসেন,সাব- এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমন, ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি প্রমথ রঞ্জন বিশ্বাস, সাংবাদিক , জাহাঙ্গীর খান বাবু প্রমুখ।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]