ঝালকাঠির নেছারাবাদে ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে পীর-মাশায়েখ-ওলামাদেরকে বিষোদগারের প্রতিরোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় নেছারাবাদ এন.সি.সি ভবনে আমীরুল মুছলিহীন হযরত মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ মাছুম বিল্লাহ আযীযাবাদী, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা গাজী মুহাম্মদ শহীদুল ইসলাম, মাদ্রাসার ফকীহ্ হযরত মাওলানা মুফতি আবদুল কাদের মাদানী, মুফাসসির হযরত মাওলানা মুহাম্মদ আবু হানিফ, কুতুব নগর আযীযীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ।
বক্তারা ভাস্কর্য নির্মাণ ও আলেম ওলামাদেরকে বিষোদগার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উহা অবিলম্বে বন্ধের আহ্বান জানান। দেশে ভাস্কর্যসহ নির্মাণসহ ইসলাম বিরোধী সকল কার্যক্রম প্রতিহত করার ঘোষনা করেন এবং সরকারকে অবিলম্বে উহা বন্ধের আহ্বান জানান।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]