নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার এম.এম মাহামুদ হাসান ও তার স্ত্রী আনারকলি মাহমুদ। গত ১৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ল্যাব থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে তিনি ও তার স্ত্রীর কোভিড-১৯ শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপারের ছোট ভাই মামুন হোসেন। তিনি জানান, শনিবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ল্যাব থেকে নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসানের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। একইসাথে তার স্ত্রী আনারকলি মাহমুদেরও করোনা ভাইরাস পজেটিভ হয়েছে। ভাই মামুন হোসেন জানান, অতিরিক্ত পুলিশ সুপার ও তার স্ত্রীর করোনা পজেটিভ হলেও তারা দুজনেই সুস্থ আছেন এবং রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার এম.এম মাহমুদ হাসানের সাবেক কর্মস্থল ঝালকাঠি, রাজশাহী এবং নিজ এলাকায় মসজিদ মাদ্রাসাগুলোতে বিশেষভাবে দোয়া করেছেন সকল শ্রেনী-পেশার মানুষ। ছারছীনা পীর সাহেব, নেছারাবাদী হুজুর, চরমোনাই হুজুর সাহেবসহ দেশের নামকরা বিভিন্ন পীর সাহেবগণ তাঁর পরিবারের জন্য দোয়া খায়ের করেন। এছাড়া নিজ এলাকা দুমকিতে মসজিদ-মাদ্রাসাগুলোতে নিয়মিত দোয়ার আয়োজন করেছেন স্থানীয়রা। তিনি সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এদিকে, এন্টি টেরোরিজমের অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]