রিয়াজুল ইসলাম বাচ্চুঃ ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’র একটি টিম অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবাসহ শ্রী বাচ্চু দাস নামে এক যুবককে আটক করেছে।
বুধবার (২৫ শে নভেম্বর) উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্প এলাকা থেকে তাকে আটক করা হয়। শ্রী বাচ্চু দাস উত্তর কিস্তাকাঠি আবাসনের মৃত রতন দাসের পুত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’র পরিদর্শক (ভারপ্রাপ্ত) ছানোয়ার হোসেন জানায়, বুধবার মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে কালো টেপ দ্বারা মোড়ানো সিগারেটের প্যাকেটে ২০ পিস ইয়াবাসহ শ্রী বাচ্চু দাসকে আটক করা হয়। তার বিরুদ্ধে ঝালকাঠি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রী বাচ্চু দাস পুলিশ হেফাজতে রয়েছে।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]