দাবানল ২৪ ডেস্কঃ
পাবনার বেড়া উপজেলায় মাস্ক না পরায় দোকানি ও পথচারীসহ ১৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পেঁচাকোলা, মোহনগঞ্জ বাজারসহ কয়েটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৈশ্বিক মহামারি (কোভিট-১৯) করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবিলায় মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় এবং সব ধরনের স্বাস্থ্যবিধি মানতে গণসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। ভ্রাম্যমাণ আদালত চলাকালীন মাস্কবিহীন মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগণকে মাস্ক পরায় অভ্যস্থ করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে। এ সময় মাস্ক পরিহিত ছাড়া দোকানে পণ্য বিক্রি করায় ও মাস্ক ছাড়া চলাচল করায় দোকানি ও পথচারীসহ ১৬ জনকে ১০০ টাকা করে মোট ১৬০০ টাকা জরিমানা করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]