এনামুল হক রিংকু লালমোহন প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলাস্থ শাহপরীর দ্বীপে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এমপি শাওন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল-১১ ঘটিকা সময় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাস্থ শাহপরীর দ্বীপের পোল্ডার নং-৬৮ এর সী-সাইড অংশের পুনঃনির্মাণ ও প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন শীর্ষক প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য ভোল-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি । এ সময় উপস্থিত ছিলেন হুইপ জনাব সামশুল হক চৌধুরী সংসদ সদস্য ২৮৮ চট্রগ্রাম-১২, এবং মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বৃন্দ।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]