আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
বিগত কয়েক দিন আগে, সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুব নেতা সৈয়দ আমিনুর রহমান বাবু রাস্তা দিয়ে যাওয়ার সময়, খেয়াল করেন এক অসহায় দুস্থ মা তার জীর্ণ শীর্ণ ঘরের সামনে অবস্থান করছেন?
দুস্থ এই মায়ের করুণ বসতিস্থল দেখে তার গাড়ির ড্রাইভারকে ব্রেক করতে বলেন।
কথা বলেন, অসহায় দুস্থ বৃদ্ধা এই মায়ের সাথে।
তার দুরাবস্থার কথা চিন্তা করে ওয়াদা করেন তার কষ্ট লাঘবের জন্য অতিশ্রীঘ্রই তাকে একটি পাকা ঘর নির্মাণ করে দেবেন।
প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র ৪ দিন পর রোববার (২২ নভেম্বর) পাকা ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন, আগামী নির্বাচনে সাতক্ষীরা পৌরসভার মেয়র প্রার্থী যুব নেতা ও সাতক্ষীরা জেলা পরিষদের সুযোগ্য প্যানেল মেয়র সৈয়দ আমিনুর রহমান বাবু।
এসময় উপস্থিত ছিলেন শেখ এনামুজ্জামান নিপ্পন, এসএম আশরাফুল ইসলাম, আব্দুর রহমান প্রমুখ।
তিনি এসময় আশা ব্যক্ত করেন, আগামী ২০ দিনের ভিতরে উনি নতুন ঘরে বসবাস শুরু করতে পারবেন! ‘ইনশাআল্লাহ”।
উল্লেখ গত ১৮ নভেম্বর বুধবার তিনি, সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁকাল পুর্বপাড়ার বৃদ্ধা করিমন এর জন্য, আকিজ ট্রাস্টের সহযোগিতায় ও সৈয়দ আমিনুর রহমান বাবু’র নিজ তত্ত্বাবধানে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ কাজের প্রতিশ্রুতি দেন।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]