শ্রাবণ শাওন ঝালকাঠী প্রতিনিধিঃ
বেলীভিস্তা, সিদ্ধেশ্বরী ক্রাপ প্রোডাক্টস্ কোম্পানি তে চাকুরী দেবার নাম করে ঝালকাঠীর রাজাপুর উপজেলার মোঃ আমিনুল ইসলাম কে ঢাকা নিয়ে আসেন বরিশাল ভোলার ছেলে।একই কোম্পানির সিনিয়র সেলস অফিসার (টি. এস. ও) মোঃ আবিদ ইসলাম। কোম্পানির কমিটমেন্ট অনুযায়ী ১২ হাজার টাকা বেতন দেওয়ার কথা বলা হয় মাস শেষে ৪ হাজার টাকা বেতন ধরিয়ে দিয়ে চাকুরী থেকে বের করে দেওয়া হয় মোঃ আমিনুল ইসলাম কে। মুঠোফোনে সেলস অফিসার মোঃ আবিদ ইসলামের কাছে এমন তথ্য জানতে চাওয়ায় তিনি বলেন কম্পানির সেল কম হওয়ার বেতন দেয়া হয় নি। তবে ব্যাপার টায় কোম্পানির কর্তীপক্ষের কারো সাথে যোগাযোগ করা যায় নি, হয়রানির শিকার মোঃ আমিনুল ইসলাম বেতন ও চাকুরী ফিরে পেতে চেয়ে প্রশাসন এর হস্তক্ষেপ কামনা করেছেন।
পাঠকের মতামত: