দাবানল ২৪ ডেস্কঃ
করোনাকালে একটু বড় করে ঘরের মাঠে ফিরতে যাচ্ছে ক্রিকেট। নভেম্বরের তৃতীয় সপ্তাহে পাঁচদল নিয়ে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু টি-২০ কাপ। বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে হয়েছে ওই টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফট।
ফরচুন বরিশালের দল।
লটারিতে পাওয়া ডাক অনুযায়ী, এক এক করে খেলোয়াড় ডাকার সুযোগ পেয়েছে দলগুলো। সেখান থেকে পর্যায়ক্রমে এ, বি, সি এবং ডি ক্যাটাগরি থেকে ক্রিকেটার বেছে নিয়েছে কর্পোরেট এই লিগের দলগুলো। ক্যাটাগরি অনুযায়ী ক্রিকেটারদের দাম ছিল সর্বোচ্চ ১৫ লাখ ও সর্বনিম্ন চার লাখ। সেখান থেকে নিজেদের পরিকল্পনা অনুযায়ী দল বেছে নিয়েছে তারা।
ড্রাফটে থাকা ১৫৭ জন ক্রিকেটারের মধ্যে দল পেয়েছেন ৮০ জন। প্রতি দল নিয়েছে ১৬জন করে ক্রিকেটার। দেখে নেওয়া যাক কোন দল কেমন দল গড়লো:
জেমকন খুলনার দল।
জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন, এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শুভাগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল অপু, সালমান হোসাইন, জহিরুল ইসলাম।
বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তামিম জুনিয়র, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদত হোসেন দীপু, আকবর আলী, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।
বেক্সিমকো ঢাকার দল।
ফরচুন বরিশাল: তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, মেহেদি মিরাজ, আবু জায়েদ, তৌহিদ হৃদয়, তানভির ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল অঙ্কন, পারভেজ ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দী শুভ।
মিনিস্টার গ্রুপ রাজশাহী: সাইফউদ্দিন, নাজমুল শান্ত, নুরুল হাসান, মোহাম্মদ আশরাফুল, মেহেদি হাসান, ফরহাদ রেজা, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকের আলী, অনিক, রাকিবুল হাসান (সিনিয়র), মুকিদুূল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম।
মিনিস্টার রাজশাহীর দল।
গাজী গ্রুপ চট্টগ্রাম: লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলী, মমিনুল হক, রাকিবুল হাসান, সনজিৎ সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদি হাসান।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]