দাবানল ২৪ ডেস্ক ::
নাটোরের সিংড়ার বড়বাড়ি বাজারে খেলা দেখানোর সময় সাপের কামড়ে এক সাপুড়ে মারা গেছেন। নিহত অমর আলী (৫১) বড়বাড়ি এলাকার দিনু সরদারের ছেলে।
রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই সাপুড়ের মৃত্যু হয়। নিহতের ছেলে খোরশেদ ও ভাতিজা মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ছেলে খোরশেদ জানান, তার বাবা পেশায় একজন শিলপাটা ধারদার। এর বাইরে শখের বশে তিনি সাপ ধরে বিষদাঁত খেলা দেখান। সম্প্রতি তিনি একটি বিষধর গোমা সাপ (গোখরা) ধরেন। কিন্তু ভুলবশত সাপটির বিষদাঁত ভাঙা হয়নি।
রবিবার বিকালে স্থানীয় বড়বাড়ি বাজারে তিনি লোক জড়ো করে বরাবরের মতোই খেলা দেখাচ্ছিলেন। এরই এক পর্যায়ে সাপটি তার হাতে ছোবল দিতে থাকে। সাপের ছোবলে বিষের যন্ত্রণা হতেই তিনি চিৎকার করে বলেন, ‘আমাকে বাঁচাও, এর বিষদাঁত ভাঙা নাই।’
সাপুড়ের এমন কথায় উপস্থিত দর্শক, প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা প্রথমে তাকে নাটোর সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]