জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দাবানল ২৪.কম এর নির্বাহী সম্পাদক, ঝালকাঠি জেলা যুবলীগ নেতা কাজী মারুফুজ্জামান ইরান এর বাবা ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১২.৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দাবানল ২৪.কম এর প্রধান উপদেষ্টা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, আইন উপদেষ্টা আবুল কালাম আজাদ (রেশাদ), সম্পাদক আব্দুল্লাহ আল-মাহমুন,প্রকাশক কাওসার হোসেন মায়েজ, নির্বাহী সম্পাদক এনামুল হক, ব্যবস্হাপনা সম্পাদক গোলাম মাওলা শান্ত, বার্তা সম্পাদক আরিফুর রহমান আরিফ, সহ বার্তা সম্পাদক সাব্বির হোসেন রানা।
মরহুমের নামাজে জানাজা বাদ আসর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]