আরিফুর রহমান আরিফ : টঝালকাঠিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে ঝালকাঠির সদরের কাঠপট্রি এলাকার ফরিদ হোসেনের ছেলে সোলায়মান (০৪) ও নলছিটি উপজেলার প্রতাপ গ্রামের মেকানিক মো. রমিজ খানের মেয়ে রিপা আক্তার (০৫) পানিতে ডুবে মৃত্যু বরন করেন। জানাগেছে, শিশু সোলায়মান বৃষ্টির সময়ে খেলতে গিয়ে বাড়ির আঙিনার পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাঁখুজি করেও পাননি। কিছু সময় পর তারা পানিতে ভাসতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
অপরদিকে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ গ্রামে পুকুরে পড়ে রিপা আক্তার নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শিশুটির স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে একটি পুকুরের পাশে একসঙ্গে খেলা করছিল রিপা ও তার বড় বোন। সকাল থেকে ভারী বর্ষণে পুকুর পাড়ের মাটি পিচ্ছিল হওয়ায় বোনের দৃষ্টি এড়িয়ে পুকুরে পড়ে যায় রিপা। অনেকক্ষণ তার সন্ধান না পেয়ে স্বজনরা বাড়ির আশেপাশে খুঁজতে থাকে। পরে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পাঠকের মতামত: