ডেঙ্গুতে প্রাণ গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো এক শিক্ষার্থী ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাসহ চারজনের মৃত্যু হয়েছে। গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৩৩৪ জন রোগী।
রোববার (১১ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রিফাত হোসাইন। এছাড়া দুপুরে মারা যান সাউস ইস্ট বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা তাবাসসুম সুলতানারা।
এদিকে নোয়াখালীতে আমির হোসেন নামে এক বৃদ্ধ ও ময়মনসিংহ মেডিকেলে মারা গেছেন ফরহাদ নামে এক যুবক। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ পর্যন্ত সারা দেশে ৪০ জন মারা গেছেন ডেঙ্গুতে।
পাঠকের মতামত: