১৪ দলের নতুন সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেছেন করোনা সংকট মোকাবেলায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দিক নির্দেশনা রয়েছে তা বাস্তবায়ন করাই এই মুহূর্তে ১৪ দলের সবচেয়ে বড় কাজ। ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব পাওয়ার পর এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য জনগণকে সজাগ করা, সচেতন করা এবং বুঝানো গেলে এবং আজকের লগডাউন যে পর্যায়ে আছে তা সফলভাবে সম্পন্ন করা হলে করোনা বিস্তার রোধ সম্ভব হবে। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়নের জন্য ১৪ দলের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
১৪ দলের দায়িত্ব পাওয়ায় দলের সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন ১৫ দল যখন সৃষ্টি হয়, তখন থেকেই এর সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। আমির হোসেন আমু জানান, কঠিন দিনগুলোতেও তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন, খালেদা বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন । নতুন করে আবার পুরনো দিনের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ১৪ দলের এই মুখপাত্র। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই ১৫ দল সৃষ্টি হয়েছিলো। এখন যে ১৪ দল আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তার প্রধান।
১৪ দলের সকল নেতাকর্মীদের নিয়ে শেখ হাসিনার নির্দেশে কর্মসূচি পালন করার অঙ্গীকার করে তিনি বলেন অতীতে যেভাবে শেখ হাসিনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গী, কর্মসূচি ও আন্দোলন সংগ্রামের ডাক বাস্তবায়নে কাজ করেছি, ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবেনা। তিনি জানান ১৪ দলের সকল নেতাকর্মীদের সাথে আলোচনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আওয়ামী লীগ সভাপতি যে দিক নির্দেশনা দিবেন তা বাস্তবায়ন করাই এখন মূল লক্ষ্য।
সদ্য প্রয়াত ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন দীর্ঘদিন যাবৎ ১৪ দলের দায়িত্বে থাকা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ১৪ দলের যে ক্ষতি হয়েছে তা পূরণ করার চেষ্টা করবেন তিনি।
নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে এসব কথা বলেন আমির হোসেন আমু।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]