ঝালকাঠি প্রতিনিধি: নিরব পল্লী আবার সরব হয়ে উঠেছে। ফিরে পাচ্ছে চিরচেনা ঐতিহ্যবাহী খেলাধুলা। আমাদের দেশের জাতীয় খেলা কাবাডি বা হা ডু ডু । করোনাকালে কর্মহীন মানুষগুলো বাড়িতে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। অসস্থি ও সঙ্গহীন জীবন যাপন বিষয়ে তুলছে গ্রামীন জনপদের মানুষদের। তাই একটু আনন্দ বিনোদনের জন্য বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে ২টি গ্রুপ করে এ খেলার আয়োজন করা হয়েছে। ঝালকাঠির সদর উপজেলার সাওরাকাঠি এবতেদায়ী মাদ্রাসার মাঠে শনিবার বিকেলে এ খেলার আয়োজন করা হয়েছে। এলাকার যুবকদের নিয়ে খেলাটি উপভোগ করেন এলাকাবাসী।রেফারীর দায়িত্বে ছিলেন এলাকার সমাজ সেবক ও ওয়ার্ড আওয়ামী-লীগের সভাপতি মোঃ শামসুল আলম মোল্লা। ছোট বড় পুরুষ মহিলারা খেলাটি সকলে উপভোগ করতে দেখা যায়।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]