নিজস্ব প্রতিবেদক::
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা বাহাদুরপুর দাখিল মাদ্রাসা মিলনায়তনে নলছিটি কৃষি ও যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া ও আলোচনা সভায় সংগঠনের সভাপতি ইঞ্জি. মো. কামরুল শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ফোরকান, কৃষি ও যুব উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহম্মেদ, সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা আমীর সোহেল মল্লিক প্রমুখ।
অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে নলছিটি কৃষি ও যুব উন্নয়ন ক্লাবের সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]