ষ্টাফরিপোর্টার:ঝালকাঠিতে করোনা টিকা ফ্রি রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন করলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। বৃহস্পতিবার সকাল ১০ টায় পুরান ষ্টেডিয়ামের সামনে সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে করোণা টিকা অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে । শেখ রাসেল স্টেডিয়ামের (পুরাতন ষ্টেডিয়াম) প্রবেশ মুখে ঝালকাঠী থানা পুলিশ আয়োজিত Covid-19 প্রতিরোধে ফ্রী রেজিস্ট্রেশন ৪০ বা ততোর্ধ্ব যেকোন ব্যক্তি করাতে পারবেন । এ সময় ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান ও ওসি তদন্তসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]