দাবানল ডেস্ক-
প্রথম ধাপে ৩২৪ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভায় আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণ করা হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ৪১ ইউপিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালট এবং ৯ পৌরসভার সবগুলোতে ইভিএমে ভোট হবে।
২ মার্চের পর এসব ইউপি ও পৌরসভার তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
২০১৬ সালের ২২ মার্চ থেকে জুন পর্যন্ত ছয় ধাপে চার হাজারের বেশি ইউপির নির্বাচন হয়েছিল দলীয় প্রতীকে (চেয়ারম্যান পদে)। এবারও চেয়ারম্যান পদে দলীয় প্রতীকেই ভোট হচ্ছে। একাধিক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]