আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
উৎসবমুখর পরিবেশে রোববার সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সাতক্ষীরা পৌরসভা ২নং ওয়ার্ডে ( ডালিম ) প্রতীক নিয়ে কাউন্সিল নির্বাচিত হলেন, জাতীয় পাটির নেতা সৈয়দ মাহমুদ পাপা।
তিনি পেয়েছেন ৪২১২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আহসানুল কাদির পেয়েছেন ১৫৭৯ ভোট।
এর আগে পৌরসভার ৩৭টি কেন্দ্রই অধিক গুরুত্বপূর্ণ দেখিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত ছিলো সজাগ ভাবে।
জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল কবীর জানান, প্রতিটি কেন্দ্রে ১জন এসআই এর নেতৃত্বে ৪জন পুলিশ ও ৯জন আনসার সদস্য, একজন করে ইন্সপেক্টরের নেতৃত্বে ৯টি মোবাইল টিম ও ৩টি স্ট্রাইকিং ফোর্স, ৩ প্লাটুন বিজিবি ও ২৪ জন র্যাব সদস্য ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে টহলরত ছিলেন।
এছাড়াও একজন অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ছিলেন।
রোববার সকাল ৮টা থেকে ( ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ )শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে।
উল্লেখঃ সাতক্ষীরা পৌরসভায় মোট ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন, যার মধ্যে ৫ জন মেয়র প্রার্থী ১২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী এবং ৯ টি ওয়ার্ডের সমন্বয়ে ৫৮ জন পুরুষ কাউন্সিলর প্রার্থী ছিলেন।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]