নিজস্ব বার্তা পরিবেশকঃঃ
দেশের খ্যাতনামা সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবেদ খান সম্পাদিত জনপ্রিয় দৈনিক জাগরণ পত্রিকায় বরিশাল প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ ও মেধাবী সাংবাদিক গোলাম মাওলা শান্ত। পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবেদ খান তাকে এ নিয়োগ প্রদান করেন।
সাংবাদিক গোলাম মাওলা শান্ত দৈনিক জাগরণের পাশাপাশি জনপ্রিয় অনলাইন পোর্টাল সারাবাংলা ডটনেট এ বরিশাল প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এরআগে অনলাইন পোর্টাল পূর্বপশ্চিমবিডি.নিউজ এ বরিশাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৩ সালে পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে তিনি দৈনিক কালের কন্ঠ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বরিশাল ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক গোলাম মাওলা শান্ত সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]