নিজস্ব প্রতিবেদকঃঃ
গত ১৭ই জানুয়ারি ২০২১, রোজ রবিবার সারাদিন ব্যাপি ঝালকাঠির মহিলা পরিষদ হল রুমে ইয়াসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান কর্মযজ্ঞের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সকাল ৭টায় সাংগঠনিক ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। এর পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও মাস্ক বিতরণের মাধ্যমে প্রথম প্রহরের আয়োজন উদ্ভোধন করা হয়।
ইয়াসের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আলহাজ্ব আমির হোসেন আমু (এম.পি) মাননীয় সংসদ সদস্য, ঝালকাঠি-২। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জোহর আলী (জেলা প্রশাসক ঝালকাঠি), আলহাজ্ব এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির (সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ), আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার (মেয়র, ঝালকাঠি পৌরসভা), জনাব স্বপন কুমার মুখার্জী (অতিরিক্ত পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, বরিশাল), জনাব মোঃ মিজানুর রহমান ( উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠি), জনাব নুরুল আমিন খান সুরুজ (জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান, শেখেরহাট ইউনিয়ন), হাবিবুর রহমান হাবিল (সাংগঠনিক সম্পাদক), মোঃ শহিদুল ইসলাম ( দপ্তর সম্পাদক, জেলা আওয়ামীলীগ, ঝালকাঠি), ঝালকাঠি, রেজাউল করিম জাকির (১নং ওয়ার্ড কাউন্সিলর ঝালকাঠি পৌরসভা)।
এছাড়াও উপস্থিত ছিলেন ইয়াসের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী,মঈন তালুকদার, মোঃ ছবির হোসেন, হাসান মাহমুদ আয়োজনের সভাপত্বি করেন ইয়াসের সভাপতি শাকিল হাওলাদার রনি, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইয়াসের সাধারন সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম রাব্বি।
সারাদিন ব্যাপি আয়োজনে ছিল র্যালি, মাস্ক বিতরন, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, অতিথিদের নিয়ে বালিশখেলা, সংগঠনের মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠান, কম্বল বিতরণ, সেলাই মেশিন বিতরণ, শিশুদের সাথে পিঠা উৎসব।
সন্ধ্যায় আলোচনা সভা, মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় রমা রানী দাস, সাংবাদিক পেশায় অবদান রাখায় হেমায়েত উদ্দিন হিমু, নারী উন্নয়নে অবদান রাখায় ইসরাত জাহান সোনালী, দারিদ্রতা দূরীকরণে অবদান রাখায় মোঃ ছবির হোসেন-কে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়, ২১টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সম্মাননা স্মারক বিতরণ, সংগঠনের সেরা ৯ সদস্যকে শুভেচ্ছা স্মারক বিতরণ,অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়। সর্বশেষ জমকালো সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপি সকল আয়োজন সম্পন্ন হয়।
উক্ত আয়োজনটি সঞ্চালনা করেন ইয়াসের যুগ্ম সাধারন সম্পাদক ইসরাত সুলতানা নিশি। সম্পূর্ন আয়োজনে ইয়াসের সকল সদস্য, অভিভাবক ও শুভাকাক্ষীরা উপস্থিত থেকে আয়োজন সফল করেন।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]