ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের জীবনদাশকাঠি গ্রামের রহিমা বেগম ৫ বছর পূর্বে ভেঙে পড়া বসত ঘরে তীব্র শীত আর রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রতিবন্ধী স্বামীকে নিয়ে দিন কাটালেও পাশে দাড়ায়নি কেউ। স্থানীয় একব্যক্তি রহিমার সেই জীর্ন কুটিরের ছবি তুলে ফেসবুকে আপলোড করলে বিষয়টি চোখে পরে ঝালকাঠির সমাজ সেবক মো: ছবির হোসেনের। আজ শনিবার সকালে তিনি নতুন টিন, মেরামতের নগদ অর্থ আর খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান সেই জীর্ন কুটিরে। ঘরের জন্য নতুন টিন, নগদ অর্থ আর খাদ্য সামগ্রী পেয়ে দারুন খুশী সেই অসহায় নারী রহিমা বেগম।
জানাগেছে, ১৫ বছর আগে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় তার একমাত্র ছেলে। আর পঙ্গু স্বামী আব্দুল মন্নাফের বিছানা আর হাসপাতালেই দিন কাটে। দরিদ্র পরিবারে তিন মেয়ে থাকলেও তাদের বিয়ে দিতে হয়ে দরিদ্র ও ক্ষুদ্র কর্মজীবী ছেলেদের সাথে। সম্পদ বলতে ৫ শতাংশ জমির উপরে বহু পুরানো ভেঙ্গে পড়া বসত ঘরটি ছাড়া আর কিছুই নেই। তাই কাজের বিনিময় খাদ্য কর্মসূচির একজন শ্রমিক হিসাবে রাস্তার মাটি কাটার কাজ করে সংসার চলে রহিমা বেগমের।
এরই মধ্যে বিগত ৫ বছর ধরে তাদের বসত ঘরটি ভেঙে পড়তে পড়তে প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে। ভেঙে পড়েছে চাল, নেই কোন বেড়া। তবু এই মধ্যেই তীব্র শীত, রোদ-বৃষ্টি আর ঝর-বন্য মাথায় নিয়ে অসুস্থ স্বামীকে নিয়ে বসবাস করছে সে। চরম মানবতর এই দৃশ্য দেখে স্থানীয় এক ব্যক্তি ফেসবুকে ছবি তুলে আপলোড করলে বিষয়টি চোখে পড়ে অনেকের।
আর তাই দেখে শনিবার সকালে ঝালকাঠি শহর থেকে ছুটে যান সমাজ সেবক ও ব্যবসায়ী নেতা ছবির হোসেন। সাথে নিয়ে যান নতুন ঘরের জন্য দুই বান ঢেউটিন, ঘর মেরামতের জন্য নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী। সমাজের অর্থশালী মানুষ কিংবা স্থানীয় জনপ্রতিনিধিরা অসহায় এই নারীর পাশে না দাড়ালেও এগিয়ে আসে মানবতাবাদী যুবক ছবির হোসেন।
এ বিষয়ে মানবতাবাদী এই যুবলীগ নেতা ছবির হোসেন বলেন, এটা আমার দায়িত্ব। মানুষকে কিছু দিতে পারলে আমি মানষিক পরিতৃপ্তি পাই। আমার কোন চাওয়্-াপাওয়া নেই মানুষের দোয়াই আমার একমাত্র প্রত্যাশা।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]