নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি: ঝালকাঠি জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) সকালে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুমোদিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় ভার্চুয়ালি ভাবে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমীর হোসেন আমু এমপি।
নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় কেন্দ্র অনুমোদিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলমের সভাপতিত্বে পরিচিতি সভায় সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, খান আরিফুর রহমানসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ২০১৯ সালের ১২ ডিসেম্বর সন্মেলনে সভাপতি পদে সরদার মো. শাহআলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ ৭৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে নতুন সভাপতি-সাধারণ সম্পাদক ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পাঠান।
গত ১ জানুয়ারি নবীন-প্রবীনের সমন্বয়ে গঠিত ঝালকাঠি জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]