নিজস্ব প্রতিবেদকঃঃ
ইয়ুথ অ্যাকশন সোসাইটি- ইয়াস এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন সেবা মূলক কার্যক্রমের দ্বিতীয় কাজ সবজী চারা ও বীজ বিতরণ করেন
আজ ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার “নারীর হাতে করি সবজির চাষ, সৌন্দর্য থাকবে বাড়ির চারপাশ” স্লোগানে ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকায় ৫০ টি পরিবারে হাতে তুলে দেয়া হয় সবজি চারা ও বীজ। সবজি চারার মধ্যে ছিলো লাউ, বেগুন, পুইশাক, বোম্বাই মরিচ ও পেপে চারা একটি পরিবারকে পাচটি করে চারা দেয়া হয়। বীজের মধ্যে দেয়া হয় বেগুন, লালশাক, পালনশাক ও ধুনিয়াপাতা।
ইয়াসের সম্মানিত উপদেষ্টা মোঃ ছবির হোসেন ও হাসান মাহামুদ উক্ত কার্যক্রমে উপস্থিত থেকে পরিবারের মাঝে সবজি চারা ও বীজ তুলে দেন। এছাড়াও উপস্থিত থাকেন ইয়াসের সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনি সাধারন সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]