নিজস্ব প্রতিবেদকঃঃ
লক্ষ্মীপুরের কমলনগরে রাস্তার পাশ থেকে সদ্যোজাত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ( ১৩ জানুয়ারি ) দুপুরে পুলিশ উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের উত্তর চরলরেন্স এলাকা থেকে লাশটি উদ্ধার করে। তবে উদ্ধারের আগে শরীরের বিভিন্ন অংশ কুকুর খেয়ে ফেলায় শুধু মাথা ও হাড়গোড় দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায় , বুধবার সকালে রাস্তার পাশে পড়ে থাকা কালোব্যাগ একটি কুকুর টানাহেঁচড়া করছিল। কুকুরের টানাহেঁচড়ার একপর্যায়ে ব্যাগটি থেকে কম্বল, ওড়না ও লুঙ্গি দিয়ে মোড়ানো নবজাতকের লাশ বেরিয়ে আসে। ঘটনাটি দেখে পথচারীরা কুকুরটিকে ধাওয়া করে। পরে তারা মরদেহটি ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পান। কুকুর নবজাতককে কামড়িয়ে এ অবস্থার সৃষ্টি করেছে বলে স্থানীয়দের ধারণা।
স্থানীয় চরলরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, রাস্তার পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে কুকুর টেনেহিঁচড়ে নবজাতকের মরদেহটি বের করে। এটি দেখে কুকুরটিকে তাড়িয়ে দেওয়া হয়। এর মধ্যেই শিশুটির পুরো দেহ ক্ষতবিক্ষত হয়। ঘটনাটি খুবই মর্মান্তিক।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তাকে রাস্তার পাশে কেউ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]