চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃঃ
চরফ্যাশন উপজেলার ১৮ নং আব্দুল্লাহপুর ইউপি নির্বাচন উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন টানা তিন বারের আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস মাষ্টার।
তিনি গণসংযোগ ও মিছিল সমাবেশ শুরু করেছেন। আব্দুল্লাহপুর ইউনিয়নের বিভিন্ন বাজারসহ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে জনগনের সাথে কুশল বিনিময় করেছেন।
কুশল বিনিময় কালে তিনি বলেন, আমি দীর্ঘদিন সফলতার সাথে আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছি এবং আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আব্দুল্লাহপুর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করবো। এবং নিরক্ষর মুক্ত ইউনিয়ন গড়বো। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকবো।
চরফ্যাশন ও মনপুরার উন্নয়নের রূপকার মাননীয় সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমি দলের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছি। এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করতে এবং আব্দুল্লাহপুর ইউনিয়নের উন্নয়নধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশ গ্রহন করে জনগনের সেবা করতে চাই।
তিনি আরো বলেন, আমি মাননীয় এমপি মহোদয়ের সহযোগিতায় আব্দুল্লাহপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তর এবং অবশিষ্ট কাজ সমাপ্ত করতে এমপি মহোদয় ও আওয়ামী লীগের নীতিনীর্ধারকদের কাছে দলীয় মনোনয়ন প্রত্যাশী।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]