লালমোহন(ভোলা)প্রতিনিধিঃঃ
ভোলার লালমোহন মেরিন পরিবার তুবার পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় অস্থায়ী পৌর ৫ নং ওয়ার্ড সোলায়মান হাওলাদার বাড়িতে মেরিন পরিবার তুবার পক্ষ থেকে ওয়ার্ড কাউন্সিলর মো. ইমাম হোসেন হাওলাদার ও সোলায়মান হাওলাদার বাড়ির কৃতি সন্তান ও মহেষখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউছুফ নিরব হাওলাদার নেতৃত্বে কয়েক শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে, শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সোলায়মান হাওলাদার বাড়ির কৃতি সন্তান আকবর হাওলাদার ও জাফর হাওলাদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]