ঝালকাঠিতে স্বপ্নপূরণের সম্মাননা পেলেন হাফিজ-ছবির আর্ত-মানবতা ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য ঝালকাঠিতে স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা থেকে ‘সম্মাননা’ পেলেন দুই সমাজসেবক- হাফিজ আল মাহমুদ ও মোঃ ছবির হোসেন।
শনিবার রাতে তাদের হাতে ‘সম্মাননা স্মারক’ তুলে দেন সংগঠনের উপদেষ্টা, কবি ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুঃ আল আমীন বাকলাই।
স্বপ্নপূরণের সভাপতি এইচ এম রিয়াজ খান অশ্রু, সাধারণ সম্পাদক সুমন সমদ্দার ও যুগ্ম সাধারণ সম্পাদক শান্তা ইসলামসহ কর্মকর্তা-সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]